আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেলের সম্পাদক মো. রুকন উদ্দিনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম জেলা সকল নেতৃবৃন্দের ভোটে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় ৬টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হলেন নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনে নাছিরনগর উপজেলা আমীর অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর ব্রাহ্মণবাড়িয়া -২ (আশুগঞ্জ-সরাইল)- মোবারক হোসাইন আকন্দ (জেলা আমীর), ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর-বিজয়নগর) – জোনায়েদ হাসান,ব্রাহ্মণবাড়িয়া -৪ (আখাউড়া-কসবা)- ঢাকা মহানগর উত্তর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর)- সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট আব্দুল বাতেন ও ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর)- অধ্যাপক নকিবুল হুদা সম্ভাব্য একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোবারক হোসেন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করবে কেন্দ্র। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দুর্নীতি, শোষণ-পীড়ন, ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মহান আল্লাহতালার আইন বাস্তবায়ন আমাদের একমাত্র লক্ষ্য।
ব্রাহ্মণ/বার্তা/২৫