রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুহিলপুর খেলার মাঠে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন স্থানীয় সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়, যেখানে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনটির নেতৃত্ব দেন সংগঠনের মডারেটর অমরিত খান অপি। এছাড়াও আয়োজনে সরাসরি উপস্থিত ছিলেন মডারেটর নাদিম, সাদ, ইসরাত এবং সদস্য হাদি, পরশ ও জিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অ্যাকটিভেট স্বেচ্ছাসেবীরা এবং আজকের টেকনিক্যাল সহায়তায় ছিলেন টেকনিশিয়ান মোঃ শরিফ মিয়া।
“রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া” ফেসবুক গ্রুপটির বর্তমানে মোট ১৬ জন এডমিন ও মডারেটর রয়েছে, যারা নিয়মিতভাবে জেলার বিভিন্ন স্থানে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টেকনিশিয়ান মোঃ শরিফ মিয়া বলেন,রক্তের সন্ধানের মূল উদ্দেশ্যই হচ্ছে মানবিক সেবা প্রদান। আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সাধারণ মানুষের মাঝে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দিতে চাই। অসহায় রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করাই আমাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও আমরা থাকবো।
তিনি আরও বলেন,অনেক সময় রুগীর অভিভাবকরা ডোনার খুঁজতে আমাদের সাহায্য চান। আমরা সবসময় সহযোগিতার চেষ্টা করি। কিন্তু ডোনারদের সম্মান দেওয়ার দৃষ্টিভঙ্গি অনেকেরই নেই। ডোনারদের শুধু ডাবের পানি ও ভাড়া দিয়ে দায়িত্ব শেষ হয় না। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও যত্ন নেওয়াও জরুরি। মনে রাখবেন, একজন ডোনারের এক ব্যাগ রক্ত অনেকের জীবনের গল্প বদলে দিতে পারে।”
ব্রাহ্মণ/বার্তা২৫