ঢাকায় অবস্থানকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাকরিজীবীদের নিয়ে ঢাকাস্থ নাসিরনগর উপজেলা চাকরিজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ মে) রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ স্টার কাবাব রেস্টুরেন্টে নাসিরনগর উপজেলা চাকরিজীবী কল্যাণ সমিতি ঢাকা’র ৪র্থ বিশেষ মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ নূরে আলম কে (ডিএমপির উপ-কমিশনার, বাংলাদেশ পুলিশ) কে সভাপতি এবং অধ্যাপক দেওয়ান নেয়ামুল করীম (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাফাত মোর্শেদ শুভ ব্যবস্থাপক (অর্থ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সাউথইস্ট ব্যাংক পিএলসি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসানুর রহমান চৌধুরী, ফাইনান্সিয়াল অ্যাসোসিয়েট, আমেরিকান লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড, অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক সনজয় কুমার রায়, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দপ্তর সম্পাদক মো: আলমগীর হোসেন রাতুল সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি।
ব্রাহ্মণ/বার্তা২৫