ঢাকা , মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রিয় পরিবারের ১৫০তম খাবার আয়োজনের মাইলফলক। বাঞ্ছারামপুরে পুত্রবধূর হাতুড়ি পেটায় শাশুড়ি খুন। ঢাকা-সিলেট মহাসড়কের যানজটে আটকা সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারি গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পদোন্নতিপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজয়নগরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু। নবীনগরে পানিতে ডুবে একই সঙ্গে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৫ দাবিতে বিক্ষোভ মিছিল। নবীনগরে কলেজ ছাত্রীর দুইদিন পর লাশ ভেসে উঠেছে বাড়ির পাশে ডোবায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক বিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ব্রাহ্মণবাড়িয়া মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম এর স্মারক লিপি।

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) এর নেতৃবৃন্দ অদ্য ২৭ মে ২০২৫ তারিখে পৌরপ্রশাসক মহোদয় জনাব শঙ্কর কুমার বিশ্বাস এর  সাথে সাক্ষাৎ করেন এবং শহরের দৈনন্দিন নাগরিক সমস্যা বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা,গণ-শৌচাগার নির্মান, যানজট নিরসন সহ কতিপয় জনগুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা সমাধানে পৌরসভা কর্তৃক  আশুপদক্ষেপ গ্রহণের আহবান জানান। একই সাথে সমস্যাসমূহের বিস্তারিত বিররণ ও প্রত্যাশার আলোকে একটি স্বারকলিপি পৌর প্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়। নাগরিক সমস্যা সমাধানে যে সকল দাবী উক্ত স্বারকলিপিতে উল্লেখ করা হয়।

বর্তমানে পৌর এলাকার বর্জ্য সংগ্রহ ও পরিশোধন কার্যক্রম খুবই হতাশাজনক, যা নগরবাসির জীবন ও স্বাস্থ্য ঝুকি তৈরী করছে, এদিকে ঈদ-উল-আযাহা সমাগত, ঈদ কে কেন্দ্র করে কোরবানীর বর্জ্য সংগ্রহন ও অপসারণ কার্যক্রম যদি যথাযথ না হয়, তার একটি প্রভাব ড্রেনেজ ব্যবস্থার উপর পড়বে, যা মূলত সামগ্রিক দূর্যোগ সৃষ্টি করবে।

পৌর এলাকায় বাজার, বাসষ্ট্যান্ড সহ কোথাও পাবলিক টয়লেট বা ওয়াশব্লক নেই, দু-একটি পুরাতন থাকলেও তা অকেজো। নারীদের সুযোগ সুবিধা সম্বলিত ওয়াশব্লক নির্মান একান্ত প্রয়োজন। পাশাপাশি উন্নত বর্জ্যব্যবস্থাপনা ও ড্রেনেজ নির্মান করা ।

বর্তমানে পৌর এলাকার প্রধান নাগরিক সমস্যা যানজট, এর অন্যান্য কারণ সহ গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হল শহরের প্রতিটি সড়কে দিনের বেলায় বড় ট্রাক ও কাভার্ড ভ্যান প্রবেশ করা এবং শহরের যত্রতত্র সিএনজি ও অটোরিকসা চলাচল করছে যা যানজটকে আরও তীব্রতর করছে।

বর্তমানে নির্মিত কোন ভবন বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মান করা হচ্ছে না, এবং প্রতিটি মার্কেটের আন্ডার গ্রাউন্ডে কার পার্কিং ব্যবস্থা না করে দোকানের জন্য বরাদ্দ দেয়া, এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

শহরের জীববৈচিত্র্য ফিরিয়ে আনা ও শহরকে নান্দনিক করে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ টাউনখাল প্রভাবশালীদের নিকট হতে দখলমুক্ত করণ ও খননকাজের মাধ্যমে তাকে সচল করার উদ্যোগ গ্রহণ করা নাগরিকদের অন্যতম প্রধান দাবি।

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জনাব এবিএম মোমিনুল হক , সহঃসভাপতি জেলা বিএনপি এর নেতৃত্বে উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ম্যাফে অন্যান্য যে সকল সদস্য উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ, আহবায়ক, তরী বাংলাদেশ, জনাব সাঈদ হাসান সানি,ডিআই ইয়ং ফেলো ও সাবেক আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদল, শামীমা বাছির স্মৃতি, সদস্য জেলা বিএনপি, শাহ মাহমুদা আক্তার, জেলা বিএনপি, খালেদা মুন্নী, আহবায়ক কমিটির সদস্য, তরী বাংলাদেশ, মো. শাহাদাত হোসেন, ফারজানা রিমিন দিশা, সোহেল রানা ভূইয়া, সদস্য তরী বাংলাদেশ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আরিফ নুরুল  আমিন, লিমন প্রমুখ।

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

প্রিয় পরিবারের ১৫০তম খাবার আয়োজনের মাইলফলক।

জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ব্রাহ্মণবাড়িয়া মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম এর স্মারক লিপি।

আপডেট সময় ০৬:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) এর নেতৃবৃন্দ অদ্য ২৭ মে ২০২৫ তারিখে পৌরপ্রশাসক মহোদয় জনাব শঙ্কর কুমার বিশ্বাস এর  সাথে সাক্ষাৎ করেন এবং শহরের দৈনন্দিন নাগরিক সমস্যা বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা,গণ-শৌচাগার নির্মান, যানজট নিরসন সহ কতিপয় জনগুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা সমাধানে পৌরসভা কর্তৃক  আশুপদক্ষেপ গ্রহণের আহবান জানান। একই সাথে সমস্যাসমূহের বিস্তারিত বিররণ ও প্রত্যাশার আলোকে একটি স্বারকলিপি পৌর প্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়। নাগরিক সমস্যা সমাধানে যে সকল দাবী উক্ত স্বারকলিপিতে উল্লেখ করা হয়।

বর্তমানে পৌর এলাকার বর্জ্য সংগ্রহ ও পরিশোধন কার্যক্রম খুবই হতাশাজনক, যা নগরবাসির জীবন ও স্বাস্থ্য ঝুকি তৈরী করছে, এদিকে ঈদ-উল-আযাহা সমাগত, ঈদ কে কেন্দ্র করে কোরবানীর বর্জ্য সংগ্রহন ও অপসারণ কার্যক্রম যদি যথাযথ না হয়, তার একটি প্রভাব ড্রেনেজ ব্যবস্থার উপর পড়বে, যা মূলত সামগ্রিক দূর্যোগ সৃষ্টি করবে।

পৌর এলাকায় বাজার, বাসষ্ট্যান্ড সহ কোথাও পাবলিক টয়লেট বা ওয়াশব্লক নেই, দু-একটি পুরাতন থাকলেও তা অকেজো। নারীদের সুযোগ সুবিধা সম্বলিত ওয়াশব্লক নির্মান একান্ত প্রয়োজন। পাশাপাশি উন্নত বর্জ্যব্যবস্থাপনা ও ড্রেনেজ নির্মান করা ।

বর্তমানে পৌর এলাকার প্রধান নাগরিক সমস্যা যানজট, এর অন্যান্য কারণ সহ গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হল শহরের প্রতিটি সড়কে দিনের বেলায় বড় ট্রাক ও কাভার্ড ভ্যান প্রবেশ করা এবং শহরের যত্রতত্র সিএনজি ও অটোরিকসা চলাচল করছে যা যানজটকে আরও তীব্রতর করছে।

বর্তমানে নির্মিত কোন ভবন বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মান করা হচ্ছে না, এবং প্রতিটি মার্কেটের আন্ডার গ্রাউন্ডে কার পার্কিং ব্যবস্থা না করে দোকানের জন্য বরাদ্দ দেয়া, এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

শহরের জীববৈচিত্র্য ফিরিয়ে আনা ও শহরকে নান্দনিক করে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ টাউনখাল প্রভাবশালীদের নিকট হতে দখলমুক্ত করণ ও খননকাজের মাধ্যমে তাকে সচল করার উদ্যোগ গ্রহণ করা নাগরিকদের অন্যতম প্রধান দাবি।

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক জনাব এবিএম মোমিনুল হক , সহঃসভাপতি জেলা বিএনপি এর নেতৃত্বে উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ম্যাফে অন্যান্য যে সকল সদস্য উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ, আহবায়ক, তরী বাংলাদেশ, জনাব সাঈদ হাসান সানি,ডিআই ইয়ং ফেলো ও সাবেক আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদল, শামীমা বাছির স্মৃতি, সদস্য জেলা বিএনপি, শাহ মাহমুদা আক্তার, জেলা বিএনপি, খালেদা মুন্নী, আহবায়ক কমিটির সদস্য, তরী বাংলাদেশ, মো. শাহাদাত হোসেন, ফারজানা রিমিন দিশা, সোহেল রানা ভূইয়া, সদস্য তরী বাংলাদেশ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আরিফ নুরুল  আমিন, লিমন প্রমুখ।

ব্রাহ্মণ/বার্তা২৫