কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ০৬ (ছয়) জন আসামী গ্রেফতারসহ ০৩ (তিন)টি চোরাই মোটরসাইকেল উদ্ধারঃ
গত ১৫/০৫/২০২৫খ্রি. সকাল অনুমান ০৮.৩৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ বাসা নং-৮২, রোড নং-০৩, লতিফিয়া টাওয়ারের নিচ হতে পোল্যান্ড প্রবাসী জনৈক নাজমুল ইসলাম এর ব্যবহৃত ০১টি ইয়ামাহা FZS.V3. মোটরসাইকলটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-২৭/০৫/২০২৫খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে ঊর্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই(নিঃ)/দীপরাজ ধর প্রিন্স সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২৭/০৫/২০২৫খ্রিঃ ভোর ০৫.১৫ ঘটিকায় ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চান্দুরা শ্যামলীঘাটস্থ পাসওয়ার্ড নামীয় দোকানের সামনে হতে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোঃ আজিজুল ইসলাম (২৯) পিতা- মোঃ আরিফুল ইসলাম, সর্বসাং-চান্দুরা, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ২। আবুল কালাম (৩২) পিতা- সামছুজ্জামান, সর্বসাং-চান্দুরা, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ৩। প্রনয়ন দাস (২৬) পিতা- মৃত পরেশ দাস, সর্বসাং-চান্দুরা, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ৪। সাইফুজ্জামান (৩২) পিতা- বদিউজ্জামান, সর্বসাং-চান্দুরা, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ৫। মোঃ রেজাউল করিম (২৯) পিতা- মৃত আবুল বাহার, সর্বসাং-চান্দুরা, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ৬। লোটন চৌধুরী (৩৩) পিতা- প্রাণ কমল চৌধুরী, সর্বসাং-চান্দুরা, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়াদের‘কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদের দেওয়া তথ্য মতে ইয়ামাহা FZS.V3. মোটরসাইকলটিসহ আরো ০২টি চোরাই মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার করা হয়। স্থানীয় ভাবে জানা যায় যে, উল্লেখিত আসামীরা দীর্ঘদিন যাবৎ সিলেট শহরের বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল চুরি করতঃ ব্রাহ্মনবাড়িয়ার বিভিন্ন এলাকায় এনে বিক্রয় করে আসতেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ব্রাহ্মণ/বার্তা২৫