বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দেশ সংস্কার করতে হলে সংসদে করতে হবে; শাহবাগের মতামতে সংস্কার হবে না। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় সকল প্রস্তাবনা রয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ মে) বিকেলে পৌর শহরের মুক্তমঞ্ছ(টেংকেরপাড়) মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের সর্তক করে দিতে চাই। যে আওয়ামীলীগ ১৭ বছর ক্ষমতায় ছিল তাদের কিন্তু এসব ভুলের জন্য বিদায় নিতে হয়েছে । সে ভুল পুনরায় করে আমাদেরকে যেন তাদের মত বিদায় না হয়।
এসময় উপস্থিত ছিলেন, নব গঠিত জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সভাপতি এ বি এম মুমিনুল হক মুমিন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলী আজম, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য কবির আহমেদ ভূইয়া, যুগ্ন সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ও যুবদল, শ্রমিকদল , ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ মে কেন্দ্রীয় বিএনপি জেলা কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। এতে বিপুল পরিমাণ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে।