ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মোঃ রানা মিয়া (৩০)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রানা মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাচ্চু মিয়া ছেলে।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৮ টার সময় বিজয়নগর থানার এসআই/মশিউর রহমান খান ও এএসআই/মাহমুদ হাসান আবদীন ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাশিমপুর (রেল লাইনের পূর্ব পাশে দুলালের বাড়ীর পাশে), ০৪ কেজি গাজা ও ১ জনকে গ্রেফতার করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রানা মিয়াকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ব্রাহ্মণ/বার্তা২৫