ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাজা ও মাদক বহনকৃত মোটর সাইকেলসহ মোঃ রাসেল মিয়া (৩০)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাসেল মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর দক্ষিণ পাড়ার আমজদ আলী মিয়ার বাড়ীর মোঃ গোলাপ মিয়ার ছেলে।
রোববার (১১ মে) বিকাল সাড়ে ৩ টার সময় বিজয়নগর থানার এসআই/ফারুক আহমদ ও এএসআই/ইমরান হোসেন ফোর্সসহ উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (উত্তরপাড়া) জনৈক মামুন মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ০১টি মোটর সাইকেল উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাসেল মিয়াকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫