ঢাকা , মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রিয় পরিবারের ১৫০তম খাবার আয়োজনের মাইলফলক। বাঞ্ছারামপুরে পুত্রবধূর হাতুড়ি পেটায় শাশুড়ি খুন। ঢাকা-সিলেট মহাসড়কের যানজটে আটকা সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারি গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পদোন্নতিপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজয়নগরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু। নবীনগরে পানিতে ডুবে একই সঙ্গে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৫ দাবিতে বিক্ষোভ মিছিল। নবীনগরে কলেজ ছাত্রীর দুইদিন পর লাশ ভেসে উঠেছে বাড়ির পাশে ডোবায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক বিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

নাসিরনগরে মামলা প্রত্যাহারের দাবীতে গ্রামবাসীর মানবন্ধন।

নাসিরনগর থানায় দায়েরকৃত  মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার (৭ মে)  গ্রামবাসী মানববন্ধন করেছে চাপরতলা গ্রামের প্রবেশ পথে । মামলাটিকে উদ্দেশ্য প্রানোদিত ও মিথ্যা বলে অভিহিত করেছেন মানবন্ধনে জরো হওয়া বক্তারা। 

গত ২৬ এপ্রিল উপজেলার চাপরতলা গ্রামের স্বর্ন ব্যাবসায়ী কালিমোহন দেবনাথ সিএনজি অটোরিক্সা যোগে নাসিরনগর সদর থেকে বাড়ি যাওয়ার পথে সন্ধা আনুমানিক ৭.৩০ সময়ে  দুস্কৃতিকারীদের আক্রমনের শিকার হয়ে নাসিরনগর ও ব্রাহ্মনবাড়িয়ায় চিকিৎসা নেন ।গত ০৫ মে নিজ গ্রামেরই  মো:বারাম খা (৬০), সাদ্দাম হোসেন(৩৫),আ: মান্নান মিয়া(৫০),ছৈয়দুল মিয়া (৪২), আব্দুল ছালাম (৪৫), এবং জজ মিয়া (৩০) নামে  ০৬জন  বিভিন্ন পেশাজীবি ও রাজনীতি সংস্লিষ্ট ব্যাক্তিকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামালা দায়ের করেন  কালিমোহন। বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গ্রামে ।

০৭ মে ঘটনাস্থলে ষ্টিলব্রীজের আগে  চাপরতলা গ্রামের ২ শতাধিক নারী পুরুষ মিলে মানববন্ধন করেছে মামলাটি প্রত্যাহারের দাবীতে । মানববন্ধনে অংশগ্রনকারী গ্রামবাসী সাম্প্রতিক সময়ে ঘটনাস্থলে ঘটে যাওয়া কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে জানায়, এখানে প্রায়ই চুরি-ডাকাতি হয়, একটি ডাকাতির ঘটনাকে পরিকল্পিতভাবে একটি মহল ফায়দা নেয়ার জন্য গ্রামের  কিছু গ্রহনযোগ্য ও পেশাজীবি ব্যাক্তিকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে ।তারা বলেন, মামলায় সিএনজি ড্রাইভার বা আশেপাশের কোন লোককে স্বাক্ষী না রেখে তারই পরিবারভুক্ত কিছু লোক  গ্রামের অন্তকলহে বিবদমান আরেকটি পক্ষের লোকদের স্বাক্ষী করে এই মামলা দায়ের করা হয়েছে ।  বর্ষিয়ান  ব্যাক্তি মিজানুর রহমান বলেন, প্রতিমাসেই এখানে ১/২ টি দুর্ঘটনা  ঘটে। হাসপাতালের ডাক্তার হুজুরসহ অনেকেই  এখানে ডাকাতির শিকার হয়েছে , রাজনৈতিক কারনে একটি বিশেষ মহলের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছে ।

সাবেক মেম্বার বদরুল মিয়া বলেন, এই স্টিল ব্রীজে প্রায় ই চুরি, ডাকাতি হয় এ বিষয় আইনশৃঙ্খলা বাহিনীও জানে, কালিমহন এর উপর আক্রমণ হয়েছে জানতে পেরেছি কিন্তু উনি যাদের আসামি করেছে তারা ভালো মানুষ । মামলার বাদী কালিমোহনকে  সিএনজির অপর একজন যাত্রী ও ড্রাইভারকে স্বাক্ষী না করার কারন জানতে চাইলে বলেন, আমি তাদের চিনতে পারিনি । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম  “দৈনিক বাংলাবাজার পত্রিকা’কে বলেন,” বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে, কোন অবস্থাতেই নিরপরাধ কোন ব্যাক্তিকে হয়রানী করা হবেনা”। উল্লেখ্য, কালিমোহন দেবনাথের সাথে একটি জায়গা বিষয়কে কেন্দ্র করে গ্রামের ২টি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা ও দন্ধ সংঘাতের ঘটনা চলমান আছে ।

ব্রাহ্মণ/আর সি২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

প্রিয় পরিবারের ১৫০তম খাবার আয়োজনের মাইলফলক।

নাসিরনগরে মামলা প্রত্যাহারের দাবীতে গ্রামবাসীর মানবন্ধন।

আপডেট সময় ০২:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

নাসিরনগর থানায় দায়েরকৃত  মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার (৭ মে)  গ্রামবাসী মানববন্ধন করেছে চাপরতলা গ্রামের প্রবেশ পথে । মামলাটিকে উদ্দেশ্য প্রানোদিত ও মিথ্যা বলে অভিহিত করেছেন মানবন্ধনে জরো হওয়া বক্তারা। 

গত ২৬ এপ্রিল উপজেলার চাপরতলা গ্রামের স্বর্ন ব্যাবসায়ী কালিমোহন দেবনাথ সিএনজি অটোরিক্সা যোগে নাসিরনগর সদর থেকে বাড়ি যাওয়ার পথে সন্ধা আনুমানিক ৭.৩০ সময়ে  দুস্কৃতিকারীদের আক্রমনের শিকার হয়ে নাসিরনগর ও ব্রাহ্মনবাড়িয়ায় চিকিৎসা নেন ।গত ০৫ মে নিজ গ্রামেরই  মো:বারাম খা (৬০), সাদ্দাম হোসেন(৩৫),আ: মান্নান মিয়া(৫০),ছৈয়দুল মিয়া (৪২), আব্দুল ছালাম (৪৫), এবং জজ মিয়া (৩০) নামে  ০৬জন  বিভিন্ন পেশাজীবি ও রাজনীতি সংস্লিষ্ট ব্যাক্তিকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামালা দায়ের করেন  কালিমোহন। বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গ্রামে ।

০৭ মে ঘটনাস্থলে ষ্টিলব্রীজের আগে  চাপরতলা গ্রামের ২ শতাধিক নারী পুরুষ মিলে মানববন্ধন করেছে মামলাটি প্রত্যাহারের দাবীতে । মানববন্ধনে অংশগ্রনকারী গ্রামবাসী সাম্প্রতিক সময়ে ঘটনাস্থলে ঘটে যাওয়া কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে জানায়, এখানে প্রায়ই চুরি-ডাকাতি হয়, একটি ডাকাতির ঘটনাকে পরিকল্পিতভাবে একটি মহল ফায়দা নেয়ার জন্য গ্রামের  কিছু গ্রহনযোগ্য ও পেশাজীবি ব্যাক্তিকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে ।তারা বলেন, মামলায় সিএনজি ড্রাইভার বা আশেপাশের কোন লোককে স্বাক্ষী না রেখে তারই পরিবারভুক্ত কিছু লোক  গ্রামের অন্তকলহে বিবদমান আরেকটি পক্ষের লোকদের স্বাক্ষী করে এই মামলা দায়ের করা হয়েছে ।  বর্ষিয়ান  ব্যাক্তি মিজানুর রহমান বলেন, প্রতিমাসেই এখানে ১/২ টি দুর্ঘটনা  ঘটে। হাসপাতালের ডাক্তার হুজুরসহ অনেকেই  এখানে ডাকাতির শিকার হয়েছে , রাজনৈতিক কারনে একটি বিশেষ মহলের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছে ।

সাবেক মেম্বার বদরুল মিয়া বলেন, এই স্টিল ব্রীজে প্রায় ই চুরি, ডাকাতি হয় এ বিষয় আইনশৃঙ্খলা বাহিনীও জানে, কালিমহন এর উপর আক্রমণ হয়েছে জানতে পেরেছি কিন্তু উনি যাদের আসামি করেছে তারা ভালো মানুষ । মামলার বাদী কালিমোহনকে  সিএনজির অপর একজন যাত্রী ও ড্রাইভারকে স্বাক্ষী না করার কারন জানতে চাইলে বলেন, আমি তাদের চিনতে পারিনি । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম  “দৈনিক বাংলাবাজার পত্রিকা’কে বলেন,” বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে, কোন অবস্থাতেই নিরপরাধ কোন ব্যাক্তিকে হয়রানী করা হবেনা”। উল্লেখ্য, কালিমোহন দেবনাথের সাথে একটি জায়গা বিষয়কে কেন্দ্র করে গ্রামের ২টি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা ও দন্ধ সংঘাতের ঘটনা চলমান আছে ।

ব্রাহ্মণ/আর সি২৫