বিজয়নগর উপজেলার চম্পকনগরএলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও ২৫ বোতল স্কপ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেওয়া ক্যাম্প ইনিচার্জ মোজাম্মেল হক জানান,গোপন সংবাদদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলীর দিকনির্দেশনায় বুধবার (১৬ এপ্রিল )ভোর রাতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের টান গেরার গাঁও গ্রামের পিছু মিয়ার ছেলে নাঈম মিয়ার(৩০) এর বসতর ঘরের চাউলের ড্রামের ভিতর থেকে ১২ কেজি গাঁজা ও ২৫ বোতল স্কফ উদ্ধার করেন।এসময় নাঈম ও তার স্ত্রী পুলিশের উপস্তিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান, জেলা পুলিশ সুপার জনাব এহতেশামুল হকের নির্দেশনায় মাদক উদ্ধারে আমরা প্রতিনিয়তই কাজ করছি। তারই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে উপজেলার টান গেরা গাও গ্রামে জনৈক পিছু মিয়ার ছেলের বসত ঘর হইতে ১২ কেজি গাঁজা ও ২৫ বোতল স্কপ উদ্ধার করতে সক্ষম হয়।পলাতক নাঈম ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজয়নগর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণ/বার্তা২৫