ব্রাহ্মণবাড়িয়া নবীগরে বজ্রপাতে আব্দুল আওয়াল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ বুধবার(১৬এপ্রিল) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে। মৃত আওয়াল কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পাশ্ববর্তী বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান কাটার পর বিলে বজ্রপাতে একজন কৃষক মারা যান।
উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষে থেকে আবেদন করা হলে কৃষকের পরিবারকে সহযোগীতা করা হবে।
ব্রাহ্মণ/বার্তা/২৫