ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারীর চুল কাটার ঘটনায় সুমন দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে পৌর শহরের মসজিদপাড়ার তার ভাড়া বাড়ির কাছ থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রবিবার ঘটনার পরপরই তাকে ধরতে অভিযান চালানো হয়। কৌশলে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হচ্ছে।
তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত রাব্বিসহ আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষে অভিযোগ দিলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, রবিবার রাতে তিন নারী সড়ক বাজারে একটি দোকানে চুরি করে। তাদেরকে হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে চোরাই পণ্যও উদ্ধার করা হয়। এক পর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে আটকে রাখে।
প্রথমে তাদের মারধর করা হয়। এক পর্যায়ে সুমন দাস নামে ওই যুবক এক নারীর চুল কেটে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দেয়। অনেকে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করলে পুলিশ সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। সুমনসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল হয়। এ সময় পুলিশ জড়িতদের গ্রেপ্তারে আশ্বাস দেয়।