এসো হে বৈশাখ” এর সুরে সজ্জিত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনীর মাধ্যমে প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
আনন্দ শোভাযাত্রায় মুখরিত সোমবার (১৪এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় জেলা শহরস্থ পিটিআই প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা (র্যালি) শুরু হয়ে ফারুকী পার্ক প্রদক্ষিণ করে আবার পিটিআইয়ে ফিরে আসে। এতে ইন্সট্রাক্টর ও বিটিপিটি কোর্স-২০২৫ ব্যাচের ১০৭ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে উঠে উৎসবের এক প্রাণবন্ত অধ্যায়।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। অনুষ্ঠান সভাপতি পিটিআই সুপারিনটেনডেন্ট অশোক কুমার দাস তার বক্তব্যে বাংলা নববর্ষের ঐতিহাসিক তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। শরীফ উদ্দিন আহম্মদ ও কোহিনূর আক্তারের সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় এসো হে বৈশাখ” এর সুরে বৈশাখী গান, দেশীয় নৃত্য ও যুগল নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা, বাংলার ঐতিহাসিক ও দেশাত্মবোধক গানের মধুর সুর, কবিতা আবৃত্তি, বাঁশি ও ঢোল-তবলার সম্মেলক সুর, বিশেষ আয়োজন ও আকর্ষণ ছিল: দেশীয় ও কৃষক পোশাকে ফ্যান শো, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের সভাপতি অশোক কুমার দাস বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের অস্তিত্বের প্রতীক; এটি সম্প্রীতির বার্তা বহন করে। “উৎসবের আমেজে মুখরিত এ আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চায় পিটিআই-এর ভূমিকাকে আরও সমৃদ্ধ করেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।
অনুষ্ঠানে পিটিআই প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণ/বার্তা/২৫