ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

যদি সুযোগ হয়, আমরা ফিলিস্তিন গিয়ে জিহাদ করব : হেফাজত মহাসচিব

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ‘এমন একদিন আসবে, যেদিন পৃথিবীর বুকে ইসরায়েলের কোনো চিহ্ন থাকবে না। কিয়ামতের আগে মুসলমান ও ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ হবে। মুসলমানরা সেই যুদ্ধে জয়ী হবে। যে যুদ্ধে গাছ ও পাথর এসে বলবে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সেদিন আর বেশি দূরে নয়। আমাদের কর্তব্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়া। কোনো কাফেরি শক্তি বা ইহুদিবাদ যদি মুসলিম রাষ্ট্র দখল করার চেষ্টা করে, তখন মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি সুযোগ হয়, আমরা ফিলিস্তিন গিয়ে জিহাদ করব।’

 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে গ্লোবাল স্টাইক ফর গাজা কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

হেফাজত মহাসচিব তার বক্তব্যে সব ধরনের ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয়, সমগ্র মানবজাতির কর্তব্য। গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে, এটি মানবতাবিরোধী কাজ। অতএব যারা মানবতার দাবিদার, তাদের এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। এ ব্যাপারে মুসলিম-অমুসলিম সবাইকে সোচ্চার হতে হবে।’

 

সাজিদুর রহমান আরো বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, ইহুদিরা মুসলিমদের এক নম্বর শত্রু। ইহুদিরা ইসলামের শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলে নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। তার অবিলম্বে বিচার হওয়ার দরকার।’

 

এর আগে পৌর এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যদি সুযোগ হয়, আমরা ফিলিস্তিন গিয়ে জিহাদ করব : হেফাজত মহাসচিব

আপডেট সময় ১২:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ‘এমন একদিন আসবে, যেদিন পৃথিবীর বুকে ইসরায়েলের কোনো চিহ্ন থাকবে না। কিয়ামতের আগে মুসলমান ও ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ হবে। মুসলমানরা সেই যুদ্ধে জয়ী হবে। যে যুদ্ধে গাছ ও পাথর এসে বলবে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সেদিন আর বেশি দূরে নয়। আমাদের কর্তব্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়া। কোনো কাফেরি শক্তি বা ইহুদিবাদ যদি মুসলিম রাষ্ট্র দখল করার চেষ্টা করে, তখন মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি সুযোগ হয়, আমরা ফিলিস্তিন গিয়ে জিহাদ করব।’

 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে গ্লোবাল স্টাইক ফর গাজা কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

হেফাজত মহাসচিব তার বক্তব্যে সব ধরনের ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয়, সমগ্র মানবজাতির কর্তব্য। গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে, এটি মানবতাবিরোধী কাজ। অতএব যারা মানবতার দাবিদার, তাদের এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। এ ব্যাপারে মুসলিম-অমুসলিম সবাইকে সোচ্চার হতে হবে।’

 

সাজিদুর রহমান আরো বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, ইহুদিরা মুসলিমদের এক নম্বর শত্রু। ইহুদিরা ইসলামের শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলে নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। তার অবিলম্বে বিচার হওয়ার দরকার।’

 

এর আগে পৌর এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।