ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নরাগত প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছেন ২০২৩ ব্যাচের নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দ। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদ এবং ২০২৩ ব্যাচের সহকারী শিক্ষকবৃন্দের মধ্যে মো. কামরুজ্জামান খাঁন, হামিদা আক্তার, মো. রুহুল আমিন, আব্দুল্লাহ আল আজাদ, ইমরান ইভান (কবি), আবুল কালাম আজাদ, তৌহিদুর রহমান রাহাত, আবুল হোসেন, মুমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, ওয়াসিকুর রহমান রনি, নাঈমুল ইসলাম সাজিব ও দেবব্রত সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান উপস্থিত শিক্ষকদের সাথে কুশল বিনিময় ও ধন্যবাদ জানিয়ে নবীনগরের প্রতিটি প্রাথমিক শিক্ষার উন্নয়নে পরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও মানসম্মত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদ এই উদ্যোগকে স্বাগত জানান এবং যোগদানকৃত ২০২৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রশংসা করেন তিনি বলেন, এই তরুণ শিক্ষকদের মাধ্যমেই নবীনগর শিক্ষাবান্ধব উপজেলার ঐতিহ্য ধরে রাখতে পারবেন। এই ব্যাচের শিক্ষকরা বিভিন্ন পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাকতায় এসেছেন। তাদের আধুনিক চিন্তা ও উদ্যমশক্তি নবীনগরের শিক্ষাক্ষেত্রে নতুন গতিশীলতা আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২০২৩ ব্যাচের সহকারী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. রুহুল আমিন, হামিদা আক্তার, কবি ইমরান ইভান, কামরুজ্জামান খাঁন ও আব্দুল্লাহ আল আজাদ। তারা নতুন শিক্ষা অফিসারের নেতৃত্বে নবীনগরের প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উ
উল্লেখ্য, নিয়োগপ্রাপ্ত ২০২৩ ব্যাচের শিক্ষকরা নবীনগরে সক্রিয়ভাবে শিক্ষার মানোন্নয়নে একটি ঐক্যবদ্ধ দল হিসেবে কাজ করছেন। নতুন শিক্ষা অফিসারের যোগদান ও তাদের এই সংবর্ধনা অনুষ্ঠান উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক সংস্কারের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।