মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও রিক্সা-ভ্যান শ্রমিকদের ও মেহনতী মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচী পালিত হয়।
আলোচনা সভা বক্তারা বলেন, বিশ্বে অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। কোরআন ও সুন্নাহর আলোকে সৎ মানুষের শাসন ব্যবস্থা না থাকার কারণে সারা বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে। অসৎ লোকের নেতৃত্বের কারণে গোটা সমাজে শান্তি নেই। কোরআন-ই আমাদের শান্তির ঠিকানা। ঈমান আনার পরে কোরআনের আইন কায়েম করা ফরজ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের মানুষের উপর আজ বর্বর নির্যাতন চালানো হচ্ছে। ফিলিস্তিনের নারী, শিশু ও বৃদ্ধরা নির্মম নির্যাতনের শিকার। ফিলিস্তিনে চলছে গণহত্যা। এই গণহত্যা চালাচ্ছে বিশ্ব মানবতার দুশমন ইসরায়েল।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর কেটে গেছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজ পূরণ হয়নি। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে আন্দোলন করে আসছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একটি উন্নত সমৃদ্ধশালী সুখী শান্তিময় বাংলাদেশ কায়েম করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা। মহান স্বাধীনতার সুফল যাতে বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা।
এদিকে বিকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহনতী মানুষের সম্মানে ইফতার বিতরণ করা হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর এইচআরডি সম্পাদক কাজি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ, সহকারি সেক্রেটারি জুনায়েদ হাসান হাসান , প্রচার সম্পাদক রোকন উদ্দিন, পৌর শাখার আমির শাখাওয়াত হোসাইন, হাফেজ কাউসার আহমেদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।