রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি.এ রোড এলাকায় স্বপ্নীল কমিউনিটি সেন্টারে জেলা গণঅধিকার পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহর সঞ্চালনায় এবং জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন – ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম পাঠান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মাও সোলায়মান, জেলা ছাত্র দলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোকারম হোসাইন আদি, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি কবি ও সাংবাদিক লিটন হোসেন জিহাদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জান্নাতুল সাফি, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি, সাধারণ সম্পাদক সালমান ইসলাম আরিয়ান ও সাংগঠনিক সম্পাদক ফায়জা আক্তার প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী , নারীদের নিরাপত্তা নিশ্চিত না করে সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। অপরদিকে আইনশৃঙ্খলার অবনতির জন্য ফ্যাসিবাদী পরাজিত শক্তি আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে , তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের প্রশ্নে ঐক্যবদ্ধ এবং আপোষহীন থাকার আহ্বান জানাচ্ছি সমমনা রাজনৈতিক শক্তিগুলোর প্রতি। আজ ভারতীয় প্রেসক্রিপশনে একটি মহল দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা মায়ানমার কিংবা পাকিস্তান নয় যে ক্যান্টনম্যান্টের প্রেসক্রিপশনে দেশ চলবে। এটা লাখো শহীদের রক্তে কেনা গণতান্ত্রিক বাংলাদেশ, এখানে দেশ চলবে জনগণের মেন্ডেটের সংসদ থেকে। ভারতীয় প্রেসক্রিপশনে যারাই দেশে সংকট তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাজপথে জবাব দিবে গণঅধিকার পরিষদ। আওয়ামীলীগের বিচার করতে হবে, আওয়ামীলীগ কে নিষিদ্ধ করতে হবে। ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারে ছাত্র-জনতাকে গণঅধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ফখরুদ্দিন। জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা বাইজিদ মোনাজাত করেন।
পরে ইফতার শেষে জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে টি.এ রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ করেন।
ব্রাহ্মণ/বার্তা ২৫