বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্টায় রুকনদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। শুধু মাত্র গতানুগতিক কাজ করে ইসলামী সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই সমাজের সকল নারী ও পুরুষদের ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসার জন্য অগ্রনী ভুমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও এটিএম মাসুম।
রবিবার(১৬ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জেলার ৬১৫ জন সদস্য/রুকন অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্ববৃন্দ।