আওয়ামীলীগ নেতাদের নামে দেওয়া লাইসেন্স বাতিল সহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা শহরের টেংকের পাড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়া। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। বক্তারা বলেন, সম্প্রতি নতুন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স রিনিউ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে যা প্রকৃত রিকশা চালকদের নয় বরং আওয়ামীলীগ নেতাদের নামে দেওয়া হয়েছে। এ সিন্ডিকেট ভেঙে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদান করা হোক। সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে যান শ্রমিকরা। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রকৃত রিকশা চালকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
ব্রাহ্মণ/বার্তা২৫