ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় সভায় তরী বাংলাদেশ এর আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী স্বাগত বক্তব্য রাখেন। তরী বাংলাদেশ এর আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা নাগরিক ফোরামের সভাপতি ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য পীযুষ কান্তুি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরি বাপ্পি,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জুয়েল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নদীরক্ষায় করনীয় সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর সদস্য মাহবুব খাঁন ও সফিউল আলম সুমন, মোহাম্মদ জাবেদ হোসাইন, মো.সাবের হোসাইন, শাহ আলম পালওয়ান। আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য নাফিজ আহমেদ সেলিম, হৃদয় কামাল, মোস্তফা দেলোয়ার, সদস্য সাদেকুল ইসলাম ভূইয়া,আলমগীর হোসাইম,শাকিল আহমেদ, শাহগীর মৃধা, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল হেকিম, জুবাইদুর রহমান মেহেদী প্রমুখ।
ব্রাহ্মণ/বার্তা২৫