জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে দোয়া করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ আশাবাদ ব্যক্ত করা হয়। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার প্রেসসচিবের কথার সূত্র ধরে বলেন, ‘তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল। তিনি বলেন, নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হবেন। আমরাও দেখতে পাচ্ছি, আগামীতে নাগরিক পার্টি সব জায়গায় নেতৃত্ব দেবে। দেশের অর্ধেক নারী, নারীদের নতুন দলে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি প্রতিটা ঘরে ঘরে নতুন রাজনৈতিক দল এনসিপি’র বার্তা নিয়ে যেতে হবে।’
এ সময় মো. আজিজুর রহমান লিটনের সভাপতিত্বে নাগরিক পার্টির জেলা সংগঠক ইয়াকুব আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহ ও জিহান মাহমুদ। জেলা সংগঠকআক্কাস মীর, আসাদুজ্জামান খোকন, জামসিদ মিয়া, মো. রুবায়েদ, আখাউড়া উপজেলা জামায়াত আমির মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী প্রমুখ।
ব্রাহ্মণ/বা২৫