“অধিকার-সমতা ও ক্ষমতায়ন, নারী-কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিরূপা ভৌতিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল মতিন প্রমুখ।
স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস.এম. শাহীন’র উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ, গভর্ণমেন্ট মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবু জুরায়রা, সনাক প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, প্রশিক্ষণার্থী সাদিয়া আক্তার, সোনিয়া আক্তার প্রমুখ।
জাতীয় মহিলা সংস্থা, ব্রাহ্মণবাড়িয়া ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা নারীর অধিকার নিশ্চিতের পাশাপাশি শিক্ষা ও কর্মক্ষেত্রসহ সমাজ ও রাষ্ট্রের সকল স্থরে নারীর অংশগ্রহণে আন্তরিক সহযোগিতার আহ্বান করেন।
ব্রাহ্মণবাড়িয়া বার্তা আরও পড়ুন….
এদিকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ত্ব করেন পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস। এসময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার নারী উদ্যোক্তা ও তরুণীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পৌর প্রশাসক ৭ জন নারী উদ্যোক্তা কে আকর্ষণীয় পুরস্কার /উপহার প্রদান করেন।
বি/বা২৫