ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারিদের হামলায় ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় আজ শুক্রবার (৭ মার্চ) মো. শাহজাহান নামের এক টিকেট কালোবাজারিকে আটক করে পুলিশ।
একাধিক সূত্র জানায়, রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি ও দায়িত্বশীলদের টিকেট সিন্ডিকেট, ব্ল্যাকারসহ সিন্ডিকেটে জড়িত সবার শাস্তির দাবিতে শুক্রবার বেলা ১১টার সময় ‘সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভাগী’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা চলে যাওয়ার সময় তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাউন্টারের সামনে হামলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ‘ঘটনাস্থল থেকে টিকেট কালোবাজারি শাহজাহানকে আটক করে আখাউড়া রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি।