ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কেন্দ্রীয় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ঘোষিত পূর্ণদিবস কর্মবিরতির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার(২ মার্চ) সকালে নবীনগর উপজেলা বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন।
কর্মকর্তারা অভিযোগ করেন, একটি ক্যাডার অন্য ক্যাডারের কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অজুহাতে সাময়িক বরখাস্ত করছে। এতে প্রশাসনের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং জনসেবা ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, “জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে নির্দিষ্ট একটি ক্যাডারের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা আন্তঃক্যাডার বৈষম্য বাড়িয়েছে।” নবীনগর উপজেলা বৈষম্য নিরসন পরিষদ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এবং এর যৌক্তিক সংস্কারের দাবি জানায়।
কর্মবিরতি চলাকালে কর্মকর্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।
বক্তব্য রাখেন ড. মো. সালাহ উদ্দিন আফছার, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, নবীনগর সরকারি কলেজ, এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা। এছাড়াও বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা মতামত ব্যক্ত করেন।
বি/বা/২৫