মাহে রমাদানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সলিমগঞ্জ ইউনিয়ন শাখায় রমাদান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার সলিমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণীয় দিক ছিলো জুলাই স্মৃতি কর্ণার, রমাদান কর্ণার, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, রমাদানের প্রস্তুতি শীর্ষক সেমিনার, একক এবং দলীয় ইসলামী সংগীত পরিবেশনা।
নবীনগর সলিমগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আসিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো: হাসান মাহমুদ। সেমিনারের মূখ্য আলোচক ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ ইসলামীক স্কলার মুফতি এম ইসমাঈল হোসাইন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অর্থ সম্পাদক, নবীনগর উপজেলার সাবেক সভাপতি মো: ইয়াছিন আরাফাত। অনুষ্ঠান উদ্বোধন করেন ছাত্রশিবির নবীনগর উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া মোল্লা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর জলিল, মাহিম রহমান, মুকবুল হোসাইন, সোহেল তানভীর, নাঈমুর রহমান, নাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সলিমগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
বি/বা/২৫