রমজানের পবিত্রতা রক্ষার ও ক্রমাগত দ্রব্যমূল্যের উর্ধগতি রোধের দাবীতে বাংলাদেশ জামাতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পর মিছিলটি পৌর শহরের কাউতলী মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
জামায়াতে ইসলামীর পৌরসভার আমীর মাওলানা আবুল বাশার ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মাওলানা মোবারক হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলাম এইচআরডি সম্পাদক জুনায়েদ হাসান প্রমুখ। এসময় জেলা ও পৌরশাখার জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে মাও মোবারক হোসেন বলেন, পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে সমাগত। আর মাত্র ১ দিন পরেই সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আল্লাহর ফরজ ইবাদত পালন করবেন। তিনি দিনের বেলা হোটেল রেস্তোরাঁ ও সকল প্রকার অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করে রমাদানের পবিত্রতা রক্ষার জন্য জনসাধারণ ও সরকারসহ সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। রমাদানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারেন সে জন্য প্রয়োজনে সরকারকে ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
বি/বা/২৫