ক্রমাগত দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পর মিছিলটি পৌর শহরের টি এ রোডে অবস্থিত কার্যালয়ের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরমুক্ত মঞ্চ সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল কারীম , ইসলামী যুব আন্দোলন জেলা শাখার আহবায়ক মুফতি আশরাফুল ইসলামসহ জেলা ছাত্র আন্দোলন, জেলা শ্রমিক আন্দোলন ও বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
স্বাগত মিছিলোত্তর সমাবেশে মাও আজাদ বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। রমাদানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারেন সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি আরও বলেন, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা ৩৬শে জুলাই নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। এই নতুন স্বাধীনতাকে অর্থবহ করতে এই গণহত্যার বিচার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোশরদের শাস্তি নিশ্চিত করতে হবে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় ও গনতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ফ্যাসিবাদ ও তার দোশর মুক্ত করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রদান করতে হবে। আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে ফলে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
বি/বা/২৫