ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্ষণ, খুন, ডাকাতিসহ ক্রমবর্ধমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নবীনগরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে।
জানা যায়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটিতে ‘দড়ি লাগলে দড়ি নে ধর্ষকদের ফাঁসি দে’ স্লোগান দেয় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নবীনগর সরকারি কলেজে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলো তুলে ধরে। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।
এ সময় তারা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় এবং সরকারকে এই মর্মে আইন পাসের অনুরোধ করে। এ ছাড়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানায় তারা।