ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মনবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।
ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) এড. মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কল্যাণ সমিতির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এড. আখতার হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনিছুর রহমান মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু কাউছার, সদস্য সিরাজুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ কাজল, শাহীদুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
বক্তব্যের শেষে প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।