ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাটঘর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি চলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। এরপর চলে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন আহবায়ক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ইলিং সাউথ হলের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব শাহ মোঃ ইব্রাহিম মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা চক্ষু হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রৌওশন আলম,এডভোকেট মোজাম্মেল হক জালাল, নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কুচকাওয়াজ ও মাঠ ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকদের আকর্ষন করে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ২২টিরও বেশি খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে অতিথিরা মাঠে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।