ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

৩৬ বছর পর হারিয়ে যাওয়া মায়ের সন্ধান মিলেছে ফেইসবুকে।

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের মো. আক্কাস মিয়ার স্ত্রী ঝরনা বেগম নিখোঁজ হন ১৯৮৮ সালে। মাত্র চার বছরের ছোট্ট ছেলে আশিকুর রহমান জামালকে রেখে অজানা এক ভবিষ্যতের দিকে চলে যান তিনি। সেসময়ে আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এক পর্যায়ে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে একটি চক্র পাকিস্তানে পাঠিয়ে দেন। কিন্তু কারা এই ঘটনার পেছনে ছিল, তা আজও অজানা রয়ে গেছে। সেই থেকে দেখতে দেখতে পার হয়ে যায় দীর্ঘ ৩৬ বছর। সেই ছোট্ট ছেলে আশিকুর রহমান জামালের বয়স বর্তমানে ৪০ বছর। এখন তিনি গণমাধ্যমে কাজ করছেন। বুঝতে শেখার পর থেকে দীর্ঘ এত বছর ধরে তার মাকে খুঁজছেন। পাকিস্তান থেকে কেউ বাংলাদেশে এলে তিনি যোগাযোগ করতেন, আশা করতেন কোনো সূত্র পাওয়া যাবে কিন্তু বছরের পর বছর কেটে গেছে, তার মায়ের কোনো খোঁজ মেলেনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘দেশ ফেরা’ গ্রুপে একটি স্ট্যাটাস নজরে আসে আশিকের এক খালাতো বোনের। স্ট্যাটাসে এক নারী আকুতি করে বলেন, তিনি বাংলাদেশে ফিরতে চান, তার সন্তান ও পরিবারের কাছে যেতে চান। ভিডিওটি আশিককে দেখানো হলে তিনি নিশ্চিত হন, এটাই তার মা। এরপর যোগাযোগ শুরু হয় ও একপর্যায়ে মোবাইল ফোনে মায়ের সঙ্গে সরাসরি কথা বলেন আশিক ও তার পরিবারের সদস্য।

৩৬ বছর পর মাকে খুঁজে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি আশিক। তিনি বলেন, ‘মাকে খুঁজে পেয়ে মনে হচ্ছে আমি নতুন একটা পৃথিবী ফিরে পেয়েছি। জন্মের পর থেকেই আমি এতিমের মতো বড় হয়েছি। এখন সেই শূন্যতা দূর হলো। আশা করছি খুব তাড়াতাড়িই মায়ের দেখা পাব।

আশিকের মা ঝরনা বেগম বা বর্তমানে জরিনা বেগম নামে পরিচিত এই নারী এখন বাংলাদেশে তার পরিবারের কাছে ফিরতে চান। তার স্বজনরাও এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ বছর পর হারিয়ে যাওয়া মায়ের সন্ধান মিলেছে ফেইসবুকে।

আপডেট সময় ০১:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের মো. আক্কাস মিয়ার স্ত্রী ঝরনা বেগম নিখোঁজ হন ১৯৮৮ সালে। মাত্র চার বছরের ছোট্ট ছেলে আশিকুর রহমান জামালকে রেখে অজানা এক ভবিষ্যতের দিকে চলে যান তিনি। সেসময়ে আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এক পর্যায়ে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে একটি চক্র পাকিস্তানে পাঠিয়ে দেন। কিন্তু কারা এই ঘটনার পেছনে ছিল, তা আজও অজানা রয়ে গেছে। সেই থেকে দেখতে দেখতে পার হয়ে যায় দীর্ঘ ৩৬ বছর। সেই ছোট্ট ছেলে আশিকুর রহমান জামালের বয়স বর্তমানে ৪০ বছর। এখন তিনি গণমাধ্যমে কাজ করছেন। বুঝতে শেখার পর থেকে দীর্ঘ এত বছর ধরে তার মাকে খুঁজছেন। পাকিস্তান থেকে কেউ বাংলাদেশে এলে তিনি যোগাযোগ করতেন, আশা করতেন কোনো সূত্র পাওয়া যাবে কিন্তু বছরের পর বছর কেটে গেছে, তার মায়ের কোনো খোঁজ মেলেনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘দেশ ফেরা’ গ্রুপে একটি স্ট্যাটাস নজরে আসে আশিকের এক খালাতো বোনের। স্ট্যাটাসে এক নারী আকুতি করে বলেন, তিনি বাংলাদেশে ফিরতে চান, তার সন্তান ও পরিবারের কাছে যেতে চান। ভিডিওটি আশিককে দেখানো হলে তিনি নিশ্চিত হন, এটাই তার মা। এরপর যোগাযোগ শুরু হয় ও একপর্যায়ে মোবাইল ফোনে মায়ের সঙ্গে সরাসরি কথা বলেন আশিক ও তার পরিবারের সদস্য।

৩৬ বছর পর মাকে খুঁজে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি আশিক। তিনি বলেন, ‘মাকে খুঁজে পেয়ে মনে হচ্ছে আমি নতুন একটা পৃথিবী ফিরে পেয়েছি। জন্মের পর থেকেই আমি এতিমের মতো বড় হয়েছি। এখন সেই শূন্যতা দূর হলো। আশা করছি খুব তাড়াতাড়িই মায়ের দেখা পাব।

আশিকের মা ঝরনা বেগম বা বর্তমানে জরিনা বেগম নামে পরিচিত এই নারী এখন বাংলাদেশে তার পরিবারের কাছে ফিরতে চান। তার স্বজনরাও এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।