
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শতাধিক অসহায় প্রতিবন্ধীর মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। একইসাথে বিভিন্ন স্থানের আরো শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝেও এ সহায়তা দেয়া হয়েছে।
উপজেলার পূর্ব ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে আনুমানিক দুই শত (২০০) ব্যক্তির মাঝে এসব ত্রান বিতরণ করেন নবীনগরের ইউএনও মোঃ একরামুল ছিদ্দিক। এছাড়াও ক্যান্সারে আক্রান্ত বিছানায় শায়িত রোগীর জন্য দশদিনের ত্রাণ ও ২ হাজার টাকার একটি খাম পৌঁছে দেন তিনি।
জীবন চলার পথে প্রায়ই আমাদের সামনে ঘটে যায় বিভিন্ন ধরণের অনাকাংক্ষিত ঘটনা, আমরা চাইলে প্রযুক্তির কল্যানে খুব সহজেই ঘটনাগুলোকে ক্যামেরা বন্দি বা ভিডিও রেকর্ড করে ফেলতে পারি এবং খুব দ্রুত অন্যদের কাছে সেই ঘটনার খবর ছড়িয়ে দিতে পারি।
ভাইরাল২৪.কম এমন একটি ওপেন নিইজ প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজেই কোন খবর বা ভিডিও পোস্ট করতে পারেন, আপনার সেই খবর বা ভিডিওটি হাজার হাজার মানুষ দেখবে, আপনার মাধ্যমে সবাই সেই ঘটনা সম্পর্কে জানতে পারবে।
আমাদেরকে লেখা বা ভিডিও পাঠাতে "আপনিও হোন ফ্রিল্যান্স সাংবাদিক" পেইজ থেকে নিয়ম-কানুনগুলো ভালভাবে জেনে নিন।