সোয়েটার এর দিকে তাকিয়ে
উপভোগ হলো শীতটা বেশ
নীল রঙের সোয়েটারটা পরে লোকটা চলে গেল
……..বেশ জোরেই
বুঝলনা, আমার চোখের পানি মিশে গেছে
সোয়েটারটার সাথে
একটা চাদর যদি পেতাম তবে
রাতটা কাটিয়ে দিতাম বেশ
দিনে তোমরা সহায় নাইবা হলে
সূর্য নাহয় তাপ দিবেই জোর
কেন দেখেও দেখছনা
আমরা পথ শিশু তাকিয়ে আছি ক্লান্ত চোখে
জীবন চলার পথে প্রায়ই আমাদের সামনে ঘটে যায় বিভিন্ন ধরণের অনাকাংক্ষিত ঘটনা, আমরা চাইলে প্রযুক্তির কল্যানে খুব সহজেই ঘটনাগুলোকে ক্যামেরা বন্দি বা ভিডিও রেকর্ড করে ফেলতে পারি এবং খুব দ্রুত অন্যদের কাছে সেই ঘটনার খবর ছড়িয়ে দিতে পারি।
ভাইরাল২৪.কম এমন একটি ওপেন নিইজ প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজেই কোন খবর বা ভিডিও পোস্ট করতে পারেন, আপনার সেই খবর বা ভিডিওটি হাজার হাজার মানুষ দেখবে, আপনার মাধ্যমে সবাই সেই ঘটনা সম্পর্কে জানতে পারবে।
আমাদেরকে লেখা বা ভিডিও পাঠাতে "আপনিও হোন ফ্রিল্যান্স সাংবাদিক" পেইজ থেকে নিয়ম-কানুনগুলো ভালভাবে জেনে নিন।