Advertisement

কসবায় পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি

Brahmanbariabarta

এই আর্টিকেল টি ৩৬০।

করোনা মহামারি থেকে মানুষকে সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
আজ দুপুরে কসবা পুরাতন বাজার সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ হাজার মাস্ক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
কসবা-আখাউড়ার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভ’ইয়া,কসবা থানা পরিদর্শক জাকির হোসাইন ও পুলিশ পরিবারের সদস্য কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভূইয়া নিজ হাতে মাইক নিয়ে করোনায় সচেতন হতে মাঠে নেমেছেন। মহামারি করোনায় সচেতন হউন,মাস্ক পড়ুন অপরকে মাস্ক পরিধান করে চলাফেরা করতে বলুন। এই শ্লোগানটি পথচারীদের দৃষ্টি কেড়েছে।

জীবন চলার পথে প্রায়ই আমাদের সামনে ঘটে যায় বিভিন্ন ধরণের অনাকাংক্ষিত ঘটনা, আমরা চাইলে প্রযুক্তির কল্যানে খুব সহজেই ঘটনাগুলোকে ক্যামেরা বন্দি বা ভিডিও রেকর্ড করে ফেলতে পারি এবং খুব দ্রুত অন্যদের কাছে সেই ঘটনার খবর ছড়িয়ে দিতে পারি।

ভাইরাল২৪.কম এমন একটি ওপেন নিইজ প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজেই কোন খবর বা ভিডিও পোস্ট করতে পারেন, আপনার সেই খবর বা ভিডিওটি হাজার হাজার মানুষ দেখবে, আপনার মাধ্যমে সবাই সেই ঘটনা সম্পর্কে জানতে পারবে।

আমাদেরকে লেখা বা ভিডিও পাঠাতে "আপনিও হোন ফ্রিল্যান্স সাংবাদিক" পেইজ থেকে নিয়ম-কানুনগুলো ভালভাবে জেনে নিন।

Advertisement