
বিশেষ প্রতিনিধি- শফিকুল ইসলাম : কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামে এক ঘন্টার ব্যবধানে বাবা- ছেলের মৃত্যু হয় । অত্র গ্রামের আওয়ামীলীগ নেতা জমশিদ মিয়া (৪০) স্বাভাবিক ভাবেই মৃত্যু বরণ করেন কিন্তু ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মাত্র এক ঘন্টার ব্যবধানে বাবা হাজী হাছন আলীও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই পারিবারিক জোড়া মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই বিষয়টি অবগত হলে স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
জীবন চলার পথে প্রায়ই আমাদের সামনে ঘটে যায় বিভিন্ন ধরণের অনাকাংক্ষিত ঘটনা, আমরা চাইলে প্রযুক্তির কল্যানে খুব সহজেই ঘটনাগুলোকে ক্যামেরা বন্দি বা ভিডিও রেকর্ড করে ফেলতে পারি এবং খুব দ্রুত অন্যদের কাছে সেই ঘটনার খবর ছড়িয়ে দিতে পারি।
ভাইরাল২৪.কম এমন একটি ওপেন নিইজ প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজেই কোন খবর বা ভিডিও পোস্ট করতে পারেন, আপনার সেই খবর বা ভিডিওটি হাজার হাজার মানুষ দেখবে, আপনার মাধ্যমে সবাই সেই ঘটনা সম্পর্কে জানতে পারবে।
আমাদেরকে লেখা বা ভিডিও পাঠাতে "আপনিও হোন ফ্রিল্যান্স সাংবাদিক" পেইজ থেকে নিয়ম-কানুনগুলো ভালভাবে জেনে নিন।