Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডবে আজ আট জন আটক

Brahmanbariabarta

এই আর্টিকেল টি ৬১৪।

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডবে আজ আট জনকে আটক করা হয়েছে। গত ২৬ মার্চ ২০২১  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের কর্মীরা জেলার অধিকাংশ সরকারী প্রতিষ্ঠানে ধ্বংসজজ্ঞ চালায়। এতে জেলার কোটি কোটি টাকার  আর্থিক ক্ষতি হয়। এই ঘটনায় জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা  হয়। এ পর্যন্ত এই সব মামলায়  জেলার বিভিন্ন থানায় ৩৩৬ জনকে আটক করা হয়।

জীবন চলার পথে প্রায়ই আমাদের সামনে ঘটে যায় বিভিন্ন ধরণের অনাকাংক্ষিত ঘটনা, আমরা চাইলে প্রযুক্তির কল্যানে খুব সহজেই ঘটনাগুলোকে ক্যামেরা বন্দি বা ভিডিও রেকর্ড করে ফেলতে পারি এবং খুব দ্রুত অন্যদের কাছে সেই ঘটনার খবর ছড়িয়ে দিতে পারি।

ভাইরাল২৪.কম এমন একটি ওপেন নিইজ প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজেই কোন খবর বা ভিডিও পোস্ট করতে পারেন, আপনার সেই খবর বা ভিডিওটি হাজার হাজার মানুষ দেখবে, আপনার মাধ্যমে সবাই সেই ঘটনা সম্পর্কে জানতে পারবে।

আমাদেরকে লেখা বা ভিডিও পাঠাতে "আপনিও হোন ফ্রিল্যান্স সাংবাদিক" পেইজ থেকে নিয়ম-কানুনগুলো ভালভাবে জেনে নিন।

Advertisement

Sorry, no post hare.